thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৭ ফাল্গুন ১৪২৫,  ১৩ জমাদিউস সানি ১৪৪০

ভোলায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

২০১৫ অক্টোবর ০৫ ২০:০২:১৬
ভোলায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

ভোলা প্রতিনিধি : জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় পানিতে ডুবে হাজেরা বিবি (৫০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

হাজেরা বিবি উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আলী মিয়ার স্ত্রী।

হাজেরা বিবির ছোটভাই ইউছুফ আলী জানান, হাজেরা বিবি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। বিকেলে হাত-মুখ পরিষ্কার করতে গেলে মৃগীরোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচও/সা/অক্টোবর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর