thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭, ১২ বৈশাখ ১৪২৪,  ২৭ রজব ১৪৩৮

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সফরের ‘এ’ দল ঘোষণা

২০১৫ অক্টোবর ০৫ ২২:১৭:৩৭
দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সফরের ‘এ’ দল ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি। জাতীয় দলের তরুণ কয়েকজন ক্রিকেটার ছাড়াও ১৬ সদস্যের দলে রয়েছেন মোসাদ্দেক হোসেন, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বির মতো উদীয়মান ক্রিকেটার।

আগামী ১৫ অক্টোবর লম্বা সফরে প্রথমে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিণ আফ্রিকার রাজ্য দল টাইটানের বিপক্ষে একটি ৩দিনের ম্যাচ ও ২টি ওয়ানডে ম্যাচ খেলে সরাসরি জিম্বাবুয়ের উদ্দশে রওয়ানা হবে সফরকারী দলটি। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ২টি চার দিনের ও ৩টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দল : সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, শুভাগত হোম চৌধুরী, মো. মিঠুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন লিখন ও তাইজুল ইসলাম।

স্ট্যান্ডবাই : কাজী নুরুল হাসান, দেওয়ান সাব্বির আহমেদ, তাসামুল হক, সাঞ্জামুল ইসলাম।

(দ্য রিপোর্ট/আরআই/এনআই/অক্টোবর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবররে