thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৬ ফাল্গুন ১৪২৫,  ১২ জমাদিউস সানি ১৪৪০

সিলেটে বাস ধর্মঘট প্রত্যাহার

২০১৫ অক্টোবর ০৬ ০১:৩৯:৫৪
সিলেটে বাস ধর্মঘট প্রত্যাহার

সিলেট অফিস : সিলেটে অনির্দিষ্টকালের ডাকা আন্তঃজেলা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ওই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিক।

সিলেট নগরীর কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন হানিফ এন্টারপ্রাইজের জোনাল অফিসে শুক্রবার রাতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার না করায় সোমবার এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

এ উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট সার্কিট হাউসে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জেলা প্রশাসক জয়নাল আবেদিন। এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস দুর্ঘটনায় পড়ে। এতে সাতজন নিহত হন। এ ঘটনার পর ওইদিন রাত ২টার দিকে সিলেটে হানিফের জোনাল অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

(দ্য রিপোর্ট/পিএম/এসবি/এনআই/অক্টোবর ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর