thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭, ৭ ভাদ্র ১৪২৪,  ২৮ নভেম্বর ১৪৩৮

আওলাদ হোসেন স্মরণে ‘বাচসাস’র আয়োজন

২০১৫ অক্টোবর ০৬ ১২:১৫:১৩
আওলাদ হোসেন স্মরণে ‘বাচসাস’র আয়োজন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিনোদন সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেনকে স্মরণ করবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আওলাদ হোসেনকে নিয়ে আলোচনা ও তার জন্য দোয়া মাহফিল হবে। এ সময় উপস্থিত থাকবেন সমিতির সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দ ও অন্যরা।

২ অক্টোবর রাতে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আওলাদ হোসেন। পরে তাকে ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাত ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।

পরদিন শুক্রবার তার প্রথম জানাজা হয় পুরান ঢাকার ইসলামপুর জামে মসজিদে, দ্বিতীয় জানাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় এফডিসিতে। এরপর চ্যানেল আই প্রাঙ্গণে চতুর্থ জানাজার পর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয় পথিকৃৎ এ বিনোদন সাংবাদিককে।

(দ্য রিপোর্ট/পিএস/ডব্লিউএস/এনআই/অক্টোবর ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে