thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯, ৫ মাঘ ১৪২৫,  ১১ জমাদিউল আউয়াল ১৪৪০

উত্থান পতনে চলছে লেনদেনদেন

২০১৫ অক্টোবর ০৬ ১৩:১৭:৫৬
উত্থান পতনে চলছে লেনদেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : মূল্য সূচকের উত্থান পতনে চলছে দেশের উভয় বাজারের লেনদেন। উত্থান পতনের মধ্যে প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে উভয় বাজারে সূচক বেড়েছে। তবে লেনদেনে ধীরগতি বজায় রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার বেশির ভাগ কোম্পানির দর বৃদ্ধিতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয় দিনের লেনদেন। লেনদেন শুরুর প্রায় আধঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচকে যোগ হয় ২৫ পয়েন্ট। কিন্তু এরপর পতন শুরু হলে বেলা ১১টা ২০ মিনিটে সূচক দিনের শুরুর অবস্থানে ফিরে যায়। কিন্তু এরপর ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেওয়ায় দুই ঘণ্টার লেনদেন শেষে সূচকের বৃদ্ধি ঘটে ১৩.২৬ পয়েন্ট। এরফলে বেলা সাড়ে ১২টায় সূচক ৪৮৪৪.৮৬ পয়েন্টে গিয়ে দাঁড়ায়।

এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর। ৭.০৭ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে জুট স্পিনার্স। এ কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছিল ৫৯ টাকায়। ৫.৩৮ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের শেয়ার ৪৮.৯ টাকায়, ৪.০৮ শতাংশ দর বেড়ে ২২.৭ টাকায় লেনদেন হচ্ছিল তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের শেয়ার। দরবৃদ্ধিতে এরপর রয়েছে-ব্র্যাক ব্যাংক, রহিমা ফুড, এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড।

এদিকে ধীরগতিতে চলছে লেনদেন। প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৯ কোটি ২২ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। এ কোম্পানির লেনদেন হয়েছে ১০ কোটি ২০ লাখ ৫ হাজার টাকার শেয়ার। ৮ কোটি ১৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের লেনদেনের পরিমাণ হচ্ছে ৭ কোটি ৮৮ হাজার টাকা। লেনদেন এর পরে রয়েছে যথাক্রমে স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সূচক ৩০.৪৮ পয়েন্ট বেড়ে ৯০৪৪.৮৮ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

(দ্য রিপোর্ট/এমকে/এনআই/অক্টোবর ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর