thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৬ ফাল্গুন ১৪২৫,  ১২ জমাদিউস সানি ১৪৪০

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও লটারির ফল প্রকাশ

২০১৫ অক্টোবর ০৬ ১৩:৪৫:২৮
সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিও লটারির ফল প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন হলে কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়।

দ্য রিপোর্টের বিশেষ উদ্যোগে লটারির ফলাফল প্রকাশ করা হল।

সাধারণ বিনিয়োগকারী কোটার ফলাফল দেখতে ক্লিক করুন।

ক্ষতিগ্রস্ত কোটার ফলাফল দেখতে ক্লিক করুন।

মিউচুয়াল ফান্ড কোটার ফলাফল দেখতে ক্লিক করুন।

প্রবাসী বিনিয়োগকারী কোটার ফলাফল দেখতে ক্লিক করুন।

ব্যাংক কোড জানতে ক্লিক করুন।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিওতে ৯৯০ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকার আবেদন জমা পড়ে। যা মোট আবেদনের ১৬.৫১ গুণ বা ১৫.৫১ গুণ বেশি। চাহিদার তুলনায় বেশি আবেদন জমা পড়ায় লটারির আয়োজন করেছে কোম্পানিটি। লটারির মাধ্যমে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয এবং শেষ হয় ১৪ সেপ্টেম্বর।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রি‌মিয়ামে মোট ২০ টাকা বরাদ্দ মূল্যে শেয়ার ইস্যু করে। আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট ৬০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

এ কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

(দ্য রিপোর্ট/আরএ/এমকে/এনআই/অক্টোবর ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর