thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯, ৯ ফাল্গুন ১৪২৫,  ১৫ জমাদিউস সানি ১৪৪০

রাজশাহীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

২০১৫ অক্টোবর ০৬ ১৪:২৪:০৯
রাজশাহীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

রাজশাহী অফিস : জেলার গোদাগাড়ী উপজেলায় এক কেজি ৬শ’ গ্রাম হেরোইনসহ আতিকুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৬০ লাখ টাকা।

গোদাগাড়ী মডেল থানা পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার রামনগর মহল্লা থেকে তাকে আটক করে।

আটক আতিকুল ইসলাম গোদাগাড়ীর সরমঙ্গলা এলাকার আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় এক কেজি ৬শ’ গ্রাম হেরোইনসহ আতিকুলকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৬০ লাখ টাকা।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিকুল দীর্ঘদিন ধরে হেরোইন চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে দুপুরের পরপরই তাকে আদালতে নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এমএইচও/একেএস/এনআই/অক্টোবর ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর