thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭, ১২ বৈশাখ ১৪২৪,  ২৭ রজব ১৪৩৮

১১ বছরের ছেলের হাতে ৮ বছরের মেয়ে খুন

২০১৫ অক্টোবর ০৬ ১৪:৫৮:৪৪
১১ বছরের ছেলের হাতে ৮ বছরের মেয়ে খুন

দ্য রিপোর্ট ডেস্ক : পোষা কুকুর দেখানোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ৮ বছর বয়সী এক মেয়েশিশুকে গুলি করে হত্যা করেছে ১১ বছর বয়সী এক ছেলেশিশু। পুলিশ জানিয়েছে, তান্নিসি অঙ্গরাজ্যে গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, প্রতিবেশী ওই ছেলেটিকে মেয়েটি তার পোষা কুকুর দেখাতে না চাইলে সে ক্ষিপ্ত হয়ে বাবার শটগান এনে মেয়েটিকে গুলি করে। এ ঘটনায় ছেলেটির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত মেয়েটির নাম ম্যাককাইলা ডায়ার। নিহতের মা লাতাশা ডায়ার জানান, হত্যাকারী শিশু ও তার মেয়ে একই স্কুলে পড়ত।

তিনি আরও জানান, ঘটনার সময় ছেলেটি তার মেয়েকে নাম ধরে ডাকছিল ও মজা করছিল। সে হঠাৎ করে চলে যায় এবং বন্দুক নিয়ে এসে তার মেয়েকে গুলি করে।

ঘাতক শিশুটিকে কিশোর অপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর তাকে আবারও আদালতে তোলা হবে।

বন্দুকের সহিংসতার নথি রাখা এক দাতব্য প্রতিষ্ঠান জানিয়েছে, এ বছর বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১১ বছরের কম বয়সী ৫৫৯ শিশুর মৃত্যু হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/আরকে/অক্টোবর ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবররে