thereport24.com
ঢাকা, বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯, ৮ ফাল্গুন ১৪২৫,  ১৪ জমাদিউস সানি ১৪৪০

দীপিকা-রণবীরের আশিকী

২০১৫ অক্টোবর ০৬ ১৫:৪৮:৪০
দীপিকা-রণবীরের আশিকী

দ্য রিপোর্ট ডেস্ক : দুইজনের মাথায় হ্যাট। তা আর কতটাই গোপনীয়তা রক্ষা করতে পারে! ফলে মুম্বাই এয়ারপোর্টে ফটোগ্রাফারদের চোখ এড়াতে পারেননি ‘বাজিরাও মাস্তানি’ জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

আর দৃশ্যটি সবাইকে অতীতে ফিরিয়ে নিয়ে গেল। এ যেন রাজ কাপুর ও নার্গিস জুটি। বিখ্যাত ‘শ্রী ৪২০’ সিনেমায় তাদের এমনভাবে দেখা গিয়েছিল। এবার হ্যাট মাথায় দেখা গেলে দীপিকা রণবীরের আশিকী।

বছর খানেক আগে রটেছে দীপিকা-রণবীর ডেটিং করছেন। তারা এ বিষয়ে মুখ না খুললেও, নানান আচরণে রহস্যটা এখনো ঝুলে আছে। তাদেরকে বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে বেশ ক’বার। চলতি বছরের জুলাইয়ে ফুল হাতে রণবীরকে দেখা যায়। ছুটি শেষে বিদেশ ফেরত দীপিকাকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন বিমানবন্দরে।

জনপ্রিয় এ জুটিকে দেখা গেছে ‘রামলীলা’ চলচ্চিত্রে। বর্তমানে শুটিং চলছে পরবর্তী সিনেমা ‘বাজিরাও মাস্তানি’র। সঞ্জয়লীলা বানসালি পরিচালনায় আরও অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমাটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর। একইদিন মুক্তি পাবে শাহরুখ খান-কাজল অভিনীত ‘দিলওয়ালে’।

এনডিটিভি অবলম্বনে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/আরকে/অক্টোবর ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর