thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮, ৩ আশ্বিন ১৪২৫,  ৭ মহররম ১৪৪০

নারী ছিনতাইকারীর খপ্পরে সালমান

২০১৫ অক্টোবর ০৬ ১৬:১৭:০০
নারী ছিনতাইকারীর খপ্পরে সালমান

দ্য রিপোর্ট ডেস্ক : সালমান খান লিখিত অভিযোগ দায়ের করেননি থানায়। কোথাও বলেননি এমন কোনো ঘটনার কথা। তারপরও রটে গেছে বান্দ্রার এক নাইট ক্লাবে চার নারী ছিনতাইকারীর হাতে লুঠ হয়েছেন তিনি। তাও জানাজানি হল ঘটনার এক সপ্তাহ পর!

বান্দ্রার এক নাইট ক্লাবে ওই দিন সন্ধ্যার পর হাজির হয়েছিলেন সালমান। সময় কাটাচ্ছিলেন বন্ধুদের সঙ্গে। আর কাছাকাছি এক টেবিলে রেখেছিলেন ওয়ালেট, সানগ্লাস ও পেনডেন্ট। হঠাৎ চারজন নারী এসে হাজির হয় তার সামনে। ভক্ত হিসেবে পরিচয় দেন নিজেদের। মিনিটখানেক কথা বলে তারা চলে যান। এর খানিক পর সালমান আবিষ্কার করেন, টেবিলে রাখা জিনিসগুলো আর নেই।

ব্যাপারটা চোখে পড়তেই সজাগ হন সালমান। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও জিনিসগুলো পাওয়া যায়নি। নিরাপত্তারক্ষীরা তাকে থানায় যেতে বললেও সালমান তাদের চুপ করিয়ে দেন। চুপচাপ ফিরে আসেন বাড়িতে।

আনন্দবাজার পত্রিকা অবলম্বনে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/আরকে/অক্টোবর ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে