thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৬ ফাল্গুন ১৪২৫,  ১২ জমাদিউস সানি ১৪৪০

উভয় বাজারে বেড়েছে লেনদেন

২০১৫ অক্টোবর ০৬ ১৬:৪৫:৪৫
উভয় বাজারে বেড়েছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি সপ্তাহের প্রথম দুই দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছিল। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় দিনে লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৮৩ লাখ টাকা। সোমবারের তুলনায় লেনদেন বেড়েছে ৩০ কোটি টাকা। শতকরা হিসাবে লেনদেন বাড়ার এ হার ৭.৮৬ শতাংশ। শুধু ডিএসইতে নয়, দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে। সোমবারের তুলনায় লেনদেন বেড়েছে ১১ কোটি ৮৫ লাখ টাকা।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে লেনদেনের পরিমাণ বেড়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে বাজারের গভীরতার তুলনায় লেনদেনের পরিমাণ আরও বাড়া উচিত বলে তারা মনে করেন। তারা বলেন, বর্তমান বাজারে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কোম্পানির সংখ্যা বিবেচনায় দৈনিক ৮০০ থেকে হাজার কোটি টাকা লেনদেন হওয়া উচিত।

এদিকে দিনভর উত্থান-পতন শেষে মূল্যসূচকের সামান্য বৃদ্ধিতে শেষ হয়েছে দিনের লেনদেন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৭৩ পয়েন্ট। দিনশেষে সূচক দাঁড়িয়েছে ৪৮৩৩.৩৩ পয়েন্টে।

লেনদেনে অংশ নেয়া ইস্যুগুলোর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা। দিনশেষে কোম্পানিটির ৩৪ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের লেনদেন হয়েছে ১৪ কোটি ৮০ লাখ ৪৪ হাজার টাকা। ১৩ কোটি ৬৭ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা।

লেনদেনে এর পর রয়েছে যথাক্রমে- ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, আর এ কে সিরামিক, লাফার্জ সুরমা সিমেন্ট, ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও ফার কেমিক্যাল।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৬.৫২ পয়েন্ট বেড়ে দিনশেষে ৯০২০.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

(দ্য রিপোর্ট/এমকে/এজেড/অক্টোবর ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর