thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯, ৯ মাঘ ১৪২৫,  ১৫ জমাদিউল আউয়াল ১৪৪০

নাটোরে বাসের ধাক্কায় অটোচালক নিহত

২০১৫ অক্টোবর ০৬ ১৮:৩১:২৮
নাটোরে বাসের ধাক্কায় অটোচালক নিহত

নাটোর প্রতিনিধি : জেলার সিংড়ায় বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৩৩) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম উপজেলার বুঁড়িকদমা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় বগুড়াগামী নাজ পরিবহনের (কুষ্টিয়া-জ-০৪-০০২৪) একটি বাস পেছন থেকে একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রফিকুলের মৃত্যু হয়। এ সময় স্থানীয় জনতা বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস ও নিহতের লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় পুলিশ লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে। সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএইচও/এপি/এজেড/অক্টোবর ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর