thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

জিদানের ঢুঁশ মারার মূর্তিটি সরাল কাতার

২০১৩ অক্টোবর ৩১ ২০:৪২:৫৭
জিদানের ঢুঁশ মারার মূর্তিটি সরাল কাতার

দিরিপোর্ট২৪ ডেস্ক : যারা ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে মাথা দিয়ে জিদানের ঢুঁশ মারার সেই ‘ঐতিহাসিক’ দৃশ্যটি। সেই ম্যাচে ইতালির মার্কো মাতোরাজ্জিকে ঢুঁশ মেরে লাল কার্ড পেয়েছিলেন ফরাসি অধিনায়ক জিনেদিন জিদান। অনেকের মতে সে কারণেই ঐ ম্যাচে হেরে বিশ্বকাপ খোয়ায় ফ্রান্স।

বিশ্বকাপ ফুটবলের সেই ‘কলঙ্কজনক’ স্মৃতিকে অমলিন করে রাখতে চেয়েছিল আরব রাষ্ট্র কাতার! ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশটি এ দৃশ্যের একটি মূর্তি বানিয়েছিল। কিন্তু ইসলামপন্থিদের বিরোধিতায় শেষ পর্যন্ত সেটা সরাতে বাধ্য হলো দেশটির সরকার। খবর আলজাজিরার।

এর আগে পাঁচ মিটার লম্বা এ মূর্তিটি দোহারের ক্রোনায় অক্টোবরের ৩ তারিখে স্থাপন করা হয়। অব্যাহত চাপের মুখে ২৮ অক্টোবর সোমবার তা সরিয়ে ফেলা হয়।

মূর্তি তৈরি বা স্থাপন ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ। দেশটির ইসলামি মনোভাবাপন্ন জনতা ও কর্তাব্যক্তিরা এ মূর্তিটি স্থাপনের কঠোর বিরোধিতা করে। তাদের চাপের মুখে সরকার সরিয়ে নেয় জিদানের ঢুঁশ মারার মূর্তিটা।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর