thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা

২০১৩ নভেম্বর ০১ ০৯:১৬:৩০
সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা

দিরিপোর্ট২৪ ডেস্ক : সিরিয়ার লাটাকিয়া বন্দরের কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে এ বছর চতুর্থবারের মতো সিরিয়ায় বিমান হামলা চালালো দেশটি। রাশিয়ান মিসাইলের একটি চালান ধ্বংস করাই এ হামলার লক্ষ্য ছিল বলে বিবিসির খবরে বলা হয়।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান বন্দর লাটাকিয়া দেশটির সরকারের নিয়ন্ত্রণে। সেখানে সামরিক ঘাঁটির কাছাকাছি এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেন যে বৃহস্পতিবার রাতে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে, যদিও হামলার স্থান সম্পর্কে তারা নিশ্চিত করেননি।

ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে সৌদি আরবের আল-আরাবিয়া চ্যানেল জানায়, লেবাননের জঙ্গী গোষ্ঠী হিজবুল্লাহর উদ্দেশ্যে পাঠানো রাশিয়ান মিসাইলের একটি চালান ধ্বংস করা ছিল এ বিমান হামলার লক্ষ্য।

এর আগে এই একই উদ্দেশ্যে সিরিয়ায় তিনবার বিমান হামলা চালায় ইসরায়েল। তবে চতুর্থবারের মতো চালানো এই হামলা নিয়ে সিরিয়া বা ইসরায়েলি কতৃপক্ষ এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি।

(দিরিপোর্ট২৪/জেএম/নভেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর