thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

কুড়িগ্রাম- ৪ আসনে জেপি জয়ী

২০১৪ জানুয়ারি ২৩ ১৮:৫৩:৫৮
কুড়িগ্রাম- ৪ আসনে জেপি জয়ী

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে জেপি প্রার্থী রুহুল আমিন বাইসাইকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী মো. জাকির হোসেনকে (নৌকা প্রতীক) হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিজয়ী রুহুল আমিন মোট ৩২ হাজার ৪৫৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৭ হাজার ৩৮৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৭৪ ভোট।

কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের স্থগিত দু’টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ দু’টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭ হাজার ২৫৭। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ হাজার ১১৭ জন ভোটার। এ দু’টি কেন্দ্রে জেপি প্রার্থী রুহুল আমিন পেয়েছেন ১ হাজার ৯১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন পেয়েছেন ১ হাজার ১২৮ ভোট।

কেন্দ্র দু’টিতে ৮ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব ও পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল।

উল্লেখ্য, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৪টি কেন্দ্রের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে রৌমারী কেরামতিয়া সিনিয়র মাদ্রাসা ও চর বন্দবের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন জেলা রিটার্নিং অফিসার এবিএম আজাদ।

১০৪টি কেন্দ্রে জাতীয় পার্টি (জেপি) প্রার্থী রুহুল আমিন (বাইসাইকেল) ৬ হাজার ৫৯৮ ভোটে আওয়ামী লীগ প্রার্থী মো. জাকির হোসেনের (নৌকা) চেয়ে এগিয়ে ছিলেন। ১০৪টি কেন্দ্রে রুহুল আমিন পেয়েছিলেন ৩০ হাজার ৫৪৪ ভোট, আওয়ামী লীগের মো. জাকির হোসেন পেয়েছিলেন ২৩ হাজার ৯৪৬ ভোট এবং স্বতন্ত্র আব্দুল মোতালিব (হাঁস প্রতীকে) পেয়েছিলেন ১ হাজার ৯৪৭ ভোট।

(দ্য রিপোর্ট/জেআই/এনডিএস/সা/জানুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর