thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

পূবাইলে শাকিব-অপুর শোধ

২০১৪ জানুয়ারি ২৪ ১৪:১১:১৪
পূবাইলে শাকিব-অপুর শোধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : পূবাইলে চলছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘শোধ’ চলচ্চিত্রের শ্যুটিং। ওয়াকিল আহমেদের পরিচালনায় চলচ্চিত্রটির ৭০ ভাগ কাজ শেষ হয়ে গেছে।

প্রযোজক সূত্রে জানা যায়, পূবাইলে শাকিব খানের শ্যুটিং হাউসে চলচ্চিত্রটির চিত্রায়ন চলছে। পরবর্তী সময়ে শ্যুটিং হবে বান্দরবানে। গানের চিত্রায়ন হবে সিঙ্গাপুরে।

ভালবাসা ও দ্বন্দ্ব-সংঘাতনির্ভর ‘শোধ’ চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন ওয়াকিল আহমেদ।

শাকিব খান-অপু বিশ্বাস ছাড়াও এতে অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, সুচরিতা, কাবিলা, রেবেকা, সুব্রত, সরল হাসমত, নবাগত অনি প্রমুখ।

কামরুল ইসলাম পনিরের চিত্রগ্রহণে চলচ্চিত্রটির স্থিরচিত্রের কাজ করছেন মহিউদ্দিন মনির। সম্পাদনা করবেন আমজাদ হোসেন।

ওয়াকিল আহমেদ, মুনশী ওয়াদুদ ও সুদীপ কুমার দীপের কথায় ‘শোধ’-এর সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, মনির খান, কণা, আসিফ, এস আই টুটুল।

সচেতন ফিল্ম মিডিয়ার ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ ইসলাম মিয়া।

(দ্য রিপোর্ট/আইএফ/এইচএসএম/আরকে/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর