thereport24.com
ঢাকা, শনিবার, ২০ আগস্ট ২০২২, ৫ ভাদ্র ১৪২৯,  ২২ মহররম 1444

কুড়িগ্রামে শীতে দুই শিশুর মৃত্যু

২০১৪ জানুয়ারি ২৪ ১৪:৪৬:৪১
কুড়িগ্রামে শীতে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রাম সংবাদদাতা : তীব্র শীতে কুড়িগ্রামে আবারও স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ৮০ শিশুসহ চিকিৎসা নিচ্ছে ২১৯ জন ।

কুড়িগ্রাম সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মাহফুজার রহমান মুকুল দ্য রিপোর্টকে জানান, হাসপাতালে প্রতিদিনই শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছে ২১৯ জন। মৃত্যু হয়েছে দুই শিশুর।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আতিকুর রহমান জানান, এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

(দ্য রিপোর্ট/জেআই/এএস/সা/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর