thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

‘৫ বছর পর দেশে উন্নয়নের জন্য প্রকল্প পাওয়া যাবে না’

২০১৪ জানুয়ারি ২৪ ১৯:৫৪:৪০
‘৫ বছর পর দেশে উন্নয়নের জন্য প্রকল্প পাওয়া যাবে না’

বরিশাল সংবাদদাতা : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী পাঁচ বছর পর দেশে উন্নয়ন করার কোনো প্রকল্প পাওয়া যাবে না।

শুক্রবার দিনভর বরিশালের বাবুগঞ্জ উপজেলার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

বর্তমান সরকার অতীতের ন্যায় এবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর এ কথা উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, বরিশাল বিমানবন্দরকে অচিরেই আধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করা হবে।

দেশের প্রতিটি পর্যটন কেন্দ্রের সঙ্গে দক্ষিণাঞ্চলের সবকটি পর্যটন কেন্দ্রেরও আধুনিকায়ন করা হবে বলে জানান তিনি।

জুমার নামাজের পর মন্ত্রী উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর উত্তর গ্রামে নবনির্মিত জামে মসজিদ উদ্বোধন করেন।

এর আগে সকালে মন্ত্রী উপজেলার রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, রাকুদিয়া বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এদিন মন্ত্রী দক্ষিণাঞ্চলের পর্যটন কেন্দ্র বাবুগঞ্জের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘি পরিদর্শন করেন।

মন্ত্রী হিসেবে রাশেদ খান মেনন প্রথম নিজ এলাকা বাবুগঞ্জে আসায় তাকে এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়।

দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির যৌথ উদ্যোগে জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর উত্তর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মসজিদ কমিটির সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান।

বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন, ওয়ার্কার্স পার্টির ইউনিয়ন শাখার সম্পাদক লুৎফুল কবীর সবুজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি উপেন চন্দ্র মণ্ডল প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিএস/এসবি/ এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর