thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

‘সুশীল সমাজ দুই ভাগে বিভক্ত’

২০১৪ জানুয়ারি ২৪ ২০:০৩:৩৪

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুশীল সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি জয়নুল আবেদীন।

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে শুক্রবার বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘দেশ পরিচালনায় সুশীল সমাজের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন।

জয়নুল আবেদীন বলেন, সুশীল সমাজ এখন সুশীল সমাজের মধ্যে নেই। সুশীল সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যার কারণে সুশীল সমাজের ব্যক্তিরা দলীয় উর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কথা বলতে পারছেন না। বিভিন্ন টক শোতেও দেখি দুই ভাগে ভাগ হয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের চিন্তা-চেতনার কথা তুলে ধরছেন। এর কারণে সমাজে তাদের কথারও কোন প্রভাব পড়ছে না।

সাবেক বিচারপতি আরও বলেন, রাজনীতিকদের গণতন্ত্র চর্চা করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তারা তাদের দলের মধ্যেও গণতন্ত্র চর্চা করেন না। ফলে রাষ্ট্রেও গণতন্ত্রের প্রতিফলন ঘটাতে পারে না।

সংগঠনের উপদেষ্টা ভাষাসৈনিক লায়ন শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (এসবি) আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, রাধাকৃষ্ণ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আক্তার জাহান মিলি, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জসীম উদ্দিন, আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক মিলন মল্লিক প্রমুখ।

সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ জনকে ‘বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু সম্মাননা-২০১৩’ প্রদান করা হয়।

(দ্য রিপোর্ট/এসআর/জেএম/ এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর