thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৬ ফাল্গুন ১৪২৫,  ১৩ জমাদিউস সানি ১৪৪০

ফারুক নেওয়াজ

স্বপ্ন জয়ী ছেলে

২০১৫ নভেম্বর ০৬ ১৭:৩০:২৬
স্বপ্ন জয়ী ছেলে

একটা আকাশ, আকাশ ভরা নীল
সেই আকাশে অনেক অনেক তারা
অনেক তারার একটি তারা
নীলচে আলোয় বাঁধনহারা
যার সাথে নেই অন্য কারো মিল;
--------------তার নামটা যে সুনীল।

বাংলা মায়ের বুকের দুলাল
উদাস উদাস মন-
হাজার কথা কাব্যগাথা
লিখতো সারাক্ষণ।

শ্রেষ্ঠ সাধক উপন্যাসের
গল্প-কাহিনীর-
কারোর সাথে হয় তুলনা
সুনীল গাঙ্গুলির?

বঙ্গদেশের দীর্ঘকালের
স্বপ্নজয়ী ছেলে;
তোমায় স্মরণ করবে জাতি
অশ্রু ফেলে-ফেলে!
পাঠকের মতামত:

SMS Alert

ছেলেবেলাপুর এর সর্বশেষ খবর

ছেলেবেলাপুর - এর সব খবর