thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হবে : যোগাযোগমন্ত্রী

২০১৪ জানুয়ারি ২৫ ১৮:০২:২৬
অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হবে : যোগাযোগমন্ত্রী

নোয়াখালী সংবাদদাতা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খুব শিগগিরই যানজট নিরসনে সারাদেশে প্রধান সড়কের পাশে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হবে। বিগত সরকারের শেষ সময়ে অভিযান চালানো সম্ভব হয়নি। তাই নতুন সরকারের প্রথম থেকেই এ অভিযান শুরু করা হবে।’

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের চার লেন সড়ক পরিদর্শনকালে শনিবার সকাল ১১টায় তিনি এ কথা বলেন।

উপজেলা নিবার্চন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচনে আসলে আমরা খুশি হতাম। আমরা প্রতিদ্বন্দ্বিতাহীন নিবার্চন চাইনি। আশা করি, উপজেলা নির্বাচনে বিএনপি আসবে।’

জামায়াতকে নিষিদ্ধ করা সম্পর্কে তিনি বলেন, ‘এ দেশে অনেক কিছু নিষিদ্ধ হয়; কিন্তু বাস্তবে তা হয় না।’

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্ল্যাসহ উপজেলা ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

(দ্য রিপোর্ট/এএম/এসকে/সা/জানুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর