thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শীতে চুলের যত্ন

২০১৪ জানুয়ারি ২৬ ০১:১০:৩৭
শীতে চুলের যত্ন

দ্য রিপোর্ট ডেস্ক : শীতের রুক্ষতা শরীরের কোনও অংশকেই ছাড় দেয় না। এ সময় চুলের রুক্ষতার সঙ্গে সঙ্গে খুঁশকি ও চুল ভেঙ্গে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে চুলের বিবর্ণতা সহজেই চোখে পড়ে।

শীতের সমস্যা থেকে চুলের মুক্তি পেতে সহজ কিছু বিষয় অনুসরণ করতে পারেন-

সবচেয়ে সহজ সমাধান হলো চুল ঢেকে রাখা। বিশেষ করে বাইরে বের হলে চুল ঢেকে বের হন। ভাববেন না রুক্ষতা ঢাকতে বলা হচ্ছে। বরং চুল ঢাকলে মাথার তালুতে কম পরিমাণ বায়ু চলাচল করে। এ ছাড়া ধূলি-ময়লা থেকে চুল রক্ষা পায়।

অনেকে ঠাণ্ডার কারণে গরম পানি দিয়ে গোসল করেন। কিন্তু গরম পানি চুলের জন্য ক্ষতিকর। এ ছাড়া এ সময় চুলের আর্দ্রতা রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ।

চুলের শুষ্কতা প্রতিরোধে প্রোটিন ট্রিটমেন্ট বেশ দরকারি।

শীতে হেয়ার স্পা করুন। চুল সতেজ ও সুন্দর থাকবে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এমএআর/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর