thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রাজধানীতে ‘রহস্যজনক’ মৃত্যু

২০১৪ জানুয়ারি ২৬ ০৩:০৩:২৭
রাজধানীতে ‘রহস্যজনক’ মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী কাউন্সিল এলাকায় শনিবার বিকেল ৪টায় জহিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন। পরে ‘কথিত’ স্ত্রী জুবায়দা খাতুন লাভলী তাকে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে জহিরুল ইসলামের বড় ভাই শহীদুল ইসলামের দাবি তাকে হত্যা করা হয়েছে।

‘কথিত’ স্ত্রী জুবায়দা খাতুন লাভলী দ্য রিপোর্টকে জানান, ২০১৩ সালের আগস্ট মাসে জহিরুলের সঙ্গে তার বিয়ে হয়। তারা যাত্রাবাড়ী কাউন্সিল এলাকার এক বাসায় ভাড়া থাকতেন। জহিরুলের আগের স্ত্রীকে ডিভোর্স দিতে বললে দুই দিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়। শনিবার বিকেল ৪টায় সে গলায় ফাঁস দেয়।

জহিরুল ইসলামের বড় ভাই শহীদুল ইসলাম জানান, ওই মহিলাকে তারা চেনেন না। ভাইয়ের টাকা আত্মসাতের জন্য সে তাকে মেরে ফেলছে। জহিরুল এয়ারপোর্টে সিঅ্যান্ডএফে কাজ করত।

তিনি আরও জানান, তাদের পিতা মৃত রফিকুল ইসলাম। দেশের বাড়ি ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামে। ঢাকায় জহিরুলের বাসা ডেমরা শাহজালাল রোডের কোনাপাড়া এলাকায়।

ডিএমসি পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই নারীকে ক্যাম্পে আটক রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/ডব্লিউএস/এমএআর/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর