thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ জুলাই ২০২২, ১৭ আষাঢ় ১৪২৯,  ১ জিলহজ ১৪৪৩

তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগ

২০১৪ জানুয়ারি ২৬ ১৩:২৪:৩২
তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে চুক্তি সম্পাদিত হয়েছে। সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার এ চুক্তি সম্পাদিত হয়।

চুক্তিতে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর ও পরামর্শক প্রতিষ্ঠান এসএআরএম অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচএম আবদুল মতিন নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে মন্ত্রী জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩৭৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মিত হবে। এ সেতুর দৈর্ঘ্য হবে ১ হাজার ২৯০ মিটার। চার লেন বিশিষ্ট এ সেতুর প্রস্থ হবে ২২ দশমিক ১০ মিটার ও সংযোগ সড়ক দুই দশমিক ১৩ কিলোমিটার।

মন্ত্রী আরও জানান, সেতু নির্মাণে মোট ব্যয়ের মধ্যে ৩১১ কোটি ৬৫ লাখ টাকা সহায়তা হিসেবে দেবে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি)। বাংলাদেশ সরকার দেবে প্রায় ৬৬ কোটি টাকা।

পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে এসএআরএমের সঙ্গে যৌথভাবে রয়েছে, পাকিস্তানের উমর মুন্সি অ্যাসোসিয়েটস এবং সৌদি আরবের আল মুহানডিস এনকে কনসালন্টিং ইঞ্জিনিয়ার্স।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসএন/এমডি/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর