thereport24.com
ঢাকা, বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯, ১০ মাঘ ১৪২৫,  ১৬ জমাদিউল আউয়াল ১৪৪০

প্রশ্ন

২০১৫ নভেম্বর ২১ ১৪:৫২:৪৯
প্রশ্ন

ব্যাটিংয় ইনিংসে ৩টি রান আউট৷ ফিল্ডিংয়ে ৩টি ক্যাচ ফসকে যাওয়া। সঙ্গে একটি নিশ্চিত স্টাম্পিং মিস৷ ক্রিকেট ম্যাচের সব বিভাগে এমন নাজুক পাকিস্তানকে দেখে প্রশ্ন ওঠেছে। ঘটনা মরুশহর শারজায়; ১৭ নভেম্বর। পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের তৃতীয় ম্যাচ। ম্যাচে পাকিস্তানের এমন বেমাক্কা অবস্থা দেখেই সন্দেহ হয়েছে আইসিসির৷ ইংল্যান্ড ওই ম্যাচ জিতেছে ৬ উইকেটে৷ অথচ এক সময় পাকিস্তানের স্কোর ছিল ১৩৪/২। সেখান থেকে পাকিস্তান অল আউট ২০৮ রানে৷ ওই ম্যাচে গড়াপেটা হয়েছে কি না জানতে তদন্ত শুরু করেছে আইসিসি৷ খবরটা আগেই চাউর হচ্ছিল আইসিসির কাছে, বেটিংয়ের মতো ঘটনা ঘটতে পারে৷ আইসিসি কঠিনভাবে খতিয়ে দেখছে ম্যাচটি।

(দ্য রিপোর্ট/এএস/আরকে/নভেম্বর ২১, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর