thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

টেকনাফে পাচারকারীদের হামলায় ৩ পুলিশ গুলিবিদ্ধ

২০১৪ জানুয়ারি ২৬ ২২:৫৩:২৩
টেকনাফে পাচারকারীদের হামলায় ৩ পুলিশ গুলিবিদ্ধ

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী দালালের গুলিতে ২ এসআইসহ পুলিশের ৩ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার ভোর ৪টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ হত্যা মামলা ও মানবপাচার মামলার এক আসামিকে গ্রেফতার করার জের ধরে পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধ টেকনাফ থানার এসআই মো. নুরুন্নবী, এসআই নয়ন বড়ুয়া ও পুলিশ কনস্টেবল আফজালকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় একটি হত্যা মামলা ও দু’টি মানবপাচার মামলার আসামি টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ ফয়েজকে (২৮) গ্রেফতার করা হয়েছে।

টেকনাফ থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস জানিয়েছেন, মালয়েশিয়ায় মানব পাচারের খবর পেয়ে পুলিশ কাটাবনিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি হত্যা মামলা ও দু’টি মানবপাচার মামলার পলাতক আসামি মোহাম্মদ ফয়েজকে গ্রেফতার করে পুলিশ। আসামি নিয়ে ফেরার পথে পাচারকারী অন্যান্য দালালরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি।

(দ্য রিপোর্ট/এসএম/এআইএম/এনডিএস/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর