thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ফারুক নওয়াজের একগুচ্ছ ছড়া

২০১৪ জানুয়ারি ২৭ ০০:১০:০৪

উল্টোমিটা আর গেল না
ছোট্টবেলায় সেই যে শুরু উল্টোমিটা আমার;
এরপরে আর উল্টোমিটার পাল্টালো না গ্রামার।
বয়স যখন মাস চারকের দুষ্টু ছিলাম যা-তা...
চৌকি থেকে উল্টে পড়ে প্রথম ফাটাই মাথা।
সেই ফাটাটা মোছার আগেই বছর দেড়েক হতেই;
রিকশা থেকে গড়িয়ে সোজা উলটে পড়ি পথেই।
প্রথম গেলাম পাঠশালাতে বাবার আঙুল ধরে...
মোজার সাথে নতুন জুতো উল্টো করে পরে।
উল্টো করে বই ধরাতে স্যার দিয়েছেন ঝাড়ি
রাগ করে বেঞ্চ উল্টে ফেলে উল্টো ফিরি বাড়ি।
উল্টো করে অঙ্ক কষায় গোল্লা পেলাম দু’টো...
উল্টো পেরেক ঠুকতে গিয়ে হাত করেছি ফূটো।

এমনি করে আজ অবধি উলটপালট সবি;
লিখতে গিয়ে কাব্য হলাম উল্টো পথের কবি।
সবাই লেখে যেমন করে হয় না তেমন আমার;
আমার লেখা; উল্টো যেমন বোতাম লাগাই জামার।
সবাই কেমন তড়তড়িয়ে যাচ্ছে উঠে গাছে,
আমার তেমন সয় না বলে থাকছি পড়ে পাছে।
লেখার মতোই ঘুমাই আমি উলটো করে খাটে,
সবকিছুতেই উলটপালট উলটো জীবন কাটে।

হয়তো এমন উল্টোমিতে হচ্ছি বিপদমুখী
বলব তবু উলটো চলেই উল্টো আমি সুখি।

১৫.০১.২০১৪

এখন আমি বের হবো না আমার ভেতর হতে
আমি এখন আমার মতোই থাকি…
হিমেল হাওয়া যতই আমায় করুক ডাকাডাকি
আমি রা দেবো না, পা দেবো না পথে...
আমি আর কখনো বের হবো না আমার ভেতর হতে।

আমি আমার মাঝে সকাল-সাঁঝে
থাকবো বসে কাজ-অকাজে
আসুক আওয়াজ স্বর্গ থেকে কান দেবো না তাতে,
আমি নেই কোনো আর সাতে-পাঁচে, সখ্য ও সংঘাতে।

শীত চলে যাক আসুক ফাগুন
শিমুল বনে জ্বলুক আগুন
রঙের ডানায় জাগিয়ে নাচন উড়ুক প্রজাপতি,
ওসব যদি নাইবা দেখি কী হবে আর ক্ষতি!

যে যার মতো থাকুক সবাই, হল্লা করুক সুখে
আমি মনের থেকে বের হবো না কুলুপ এঁটে মুখে
আমি একলা একা-একা
আমার মনের কুহু-কেকা
ডাকলে আমি মন হারাবো তাদের মাঝে ঢুকে।

এখন আমি আমার মতোই, আমার মাঝেই হারা...
কারোর ডাকে এখন আমি আর দেবো না সাড়া।

২১.০১.২০১৪

স্বপ্ন
কেউ স্বপ্ন দেখে আকাশ-ছোঁয়া বাড়ির
কেউ স্বপ্ন দেখে রঙচঙানো গাড়ির
কেউ স্বপ্ন দেখে
অনেক অনেক টাকার;
শিল্পী শুধু স্বপ্ন দেখে শ্রেষ্ঠ ছবি আঁকার।

কেউ স্বপ্ন দেখে হাওয়াই জাহাজ চড়ার
কেউ স্বপ্ন দেখে সোনার হরিণ ধরার
কেউ স্বপ্ন দেখে
মন্ত্রী-টন্ত্রী হবে;
কবির স্বপ্ন শ্রেষ্ঠ লেখা লিখতে পারবো কবে!
কারোর স্বপ্ন অর্থবিত্ত, কারোর স্বপ্ন চেয়ার
কবির স্বপ্ন নেয়াতে নয়, কবির স্বপ্ন দেয়ার।
শিল্পী রঙের স্বপ্ন আঁকেন, সেই স্বপ্ন ছড়ান;
স্বপ্ন দিয়ে সম্ভাবনায় মনটা সবার ভরান।







লেখক পরিচিতি :
ফারুক নওয়াজ ১৯৫৮ সালে নভেম্বরে খুলনা শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে বাংলাদেশ শিশু একাডেমীর ‘শিশু’ পত্রিকার নির্বাহী সম্পাদক। ফারুক নওয়াজের লেখালেখির শুরু কৈশোরে। ১৯৬৯ সালে প্রথম প্রকাশিত ‘মা’ লেখাটি ছিল একটি ছড়া। শিশুসাহিত্যক পরিচয়ের পাশাপাশি তিনি কবি হিসেবেও সমধিক পরিচিত। লেখালেখি করে পাঠকের ভালোবাসার পাশাপাশি ফারুক নওয়াজ বিভিন্ন রকম পুরস্কারে সম্মানিত হয়েছেন। এর মধ্যে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, মধুসূদন একাডেমী পুরস্কার, নজরুল সাহিত্য পরিষদ পুরস্কার ও চন্দ্রাবতী একাডেমী পুরস্কার উল্লেখযোগ্য। তিনি বিটিভির নিজস্ব গীতিকার-নাট্যকার ও বাংলা একাডেমীর জীবন-সদস্য। ফারুক নওয়াজের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬২টি। বিভিন্ন বিষয়ে তার উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে- আমার একটা আকাশ ছিল, নাম ছিল তার টুই, আজব মানুষ, মনটা তখন মন থাকে না, মা সত্য দেশ সত্য, ছড়াসমগ্র, মধ্যরাতের আগন্তুক, বল্টু ইজ এ গুড বয়, চায়চাম্পার মেয়েভূত, গেন্ডারিয়ার গুন্ডা কুকুর, ভূতের নাম কেল্টু মিয়া, ঝুমঝুমপুর রহস্য, স্বপ্নের পাখিবুড়ো, কিশোর গল্পসমগ্র, বাঙালির ভাষার লড়াই, আমাদের বীরশ্রেষ্ঠ, পায়রাবন্দের সেই মেয়েটি, মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী, অমর একুশে ফেব্রুয়ারি, লেখালেখির ব্যাকরণ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর