thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বই আলোচনা

জাদুকরের স্বপ্ন রাঙানো ছড়া

২০১৪ জানুয়ারি ২৭ ০০:১৫:৪০
জাদুকরের স্বপ্ন রাঙানো ছড়া

আদিত্য রুপু

‘…শিশু মনস্তত্ত্ব বোঝার অসীম ক্ষমতা সুকুমার বড়ুয়ার, বিভিন্ন অনুষ্ঠানেও দেখেছি, ছেলেমেয়েরা মৌমাছির মতো ছেঁকে ধরে তাঁকে।’

কথাগুলো ছড়ার বই ‘ঠিক আছে ঠিক আছে’র প্রসঙ্গ কথায় কবি আসাদ চৌধুরী লিখেছেন ছড়ার জাদুকর সুকুমার বড়ুয়াকে নিয়ে। বইটির লেখক সুকুমার বড়ুয়া। লেখক তার ৫৫ বছরের লেখালেখি থেকে প্রিয় ছড়াগুলো বাছাই করে প্রকাশ করেছেন আলোচ্য বইটি। সুকুমার বড়ুয়ার লেখা বিখ্যাত ছড়া ‘ঠিক আছে ঠিক আছে’ অবলম্বনে নামকরণ করা হয়েছে বইটির। কথা না বাড়িয়ে এবার ‘ঠিক আছে ঠিক আছে’ ছড়াটি পড়ে নেওয়া যাক।

“অসময়ে মেহমান
ঘরে ঢুকে বসে যান
বোঝালাম ঝামেলার
যতগুলো দিক আছে
তিনি হেসে বললেন :
ঠিক আছে, ঠিক আছে।

রেশনের পঁচা চাল
টলটলে বাসি ডাল
থালাটাও ভাঙাচোরা
বাটিটাও লিক আছে
খেতে বসে জানালেন :
ঠিক আছে, ঠিক আছে।

মেঘ দেখে মেহমান
চাইলেন ছাতাখান
দেখালাম ছাতাটার
শুধু ক’টা শিক আছে
তবু তিনি বললেন :
ঠিক আছে, ঠিক আছে।”

বাংলা ছড়ায় জাদুকরী ক্ষমতা নিয়ে জন্মানো ছড়াকার সুকুমার বড়ুয়া। তাঁর জাদুকরী ছড়াগুলো যেন ছোটদের স্বপ্নে রাঙা এক ভূবন! কিংবদন্তী এই ছড়াকার ছোটদের জগৎকে ছড়ায় তুলে ধরেন অত্যন্ত নৈপূণ্যে। তার ছড়ায় যেমন থাকে রসবোধ-হাস্যকৌতুক, তেমনি তিনি সমাজের কুসংস্কার ও কালো শক্তিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন সাবলীলভাবে। তাই তো এই মহান ছড়াকারের একেকটি ছড়া সময়ের বলয় পেরিয়ে হয়ে ওঠে কালজয়ী।

‘ঠিক আছে ঠিক আছে’ বই থেকে আরও একটি প্রিয় ও পরিচিত ছড়া তুলে ধরা হল। ২৬তম পৃষ্ঠার এই ছড়াটির শিরোনাম ‘নেই’।

“দিন দুপুরে ঘর ডাকাতি
পানি তোলার লোটাও নেই
সর্ষে তেলের বোতল গায়েব
তেল তাতে এক ফোঁটাও নেই
সরু চালের ভাণ্ড উজার
চাল তাতে আর মোটাও নেই
তিনটে ছিল মিষ্টি কুমড়ো
তার কোনো এক বোটাও নেই।

ছাগল বাঁধা দড়ি গেছে
দড়ির মাথায় খোটাও নেই
আরেক মাথায় ছাগল ছিল
এখন দেখি ওটাও নেই।”

সুকুমার বড়ুয়ার সঙ্গে আমাদের প্রথম পরিচয় পাঠ্যবইয়ে। বিভিন্ন ক্লাসের পাঠ্যবইয়ে পাওয়া যায় তাঁর ছড়া। যেমন-
‘ধন্য সবাই ধন্য
অস্ত্র হাতে যুদ্ধ করি
মাতৃভূমির জন্য।’

পাঠ্যবইতে অন্তত ৫-৬টি ছড়া আছে লেখকের।


ছোটদের মানসিক বিকাশ ও মানবিক করে গড়ে তুলতে সুকুমার বড়ুয়ার ছড়ার ভূমিকা অসীম। তার ছড়া পড়ে আনন্দের দোলায় ভাসতে ভাসতে শিখে নেওয়া যায় জীবনের নানা অভিজ্ঞতা।

‘ঠিক আছে ঠিক আছে’ এক্ষেত্রে আদর্শ হতে পারে। অনেকটা ছড়ার সমুদ্র সেঁচে মণি-মানিক্য তুলে আনার মতো। শুধুমাত্র ছোটদের নয়, সব বয়সী পাঠকদের জন্যই বইটি মূল্যবান।

ঠিক আছে ঠিক আছে ।।সুকুমার বড়ুয়া
প্রচ্ছদ ও অলঙ্করণ ।। ধ্রুব এষ
প্রথম প্রকাশ ।। ফেব্রুয়ারি ২০০৬
মূল্য ।।১৫০ টাকা, প্রকাশক ।। প্রবাস প্রকাশনী

পাঠকের মতামত:

SMS Alert

ছেলেবেলাপুর এর সর্বশেষ খবর

ছেলেবেলাপুর - এর সব খবর