thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মহালছড়িতে বিয়ের চার দিন পর গৃহবধূর মৃত্যু

২০১৪ জানুয়ারি ২৭ ১১:৪২:২৩
মহালছড়িতে বিয়ের চার দিন পর গৃহবধূর মৃত্যু

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ির মহালছড়িতে বিয়ের চার দিন পর বিলকিস আক্তার (২১) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে গৃহবধূকে অসুস্থ অবস্থায় খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় ডাক্তাররা বিলকিস আক্তারকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শান্তিনগরের বাসিন্দা তিন সন্তানের জনক রঞ্জু মিয়া (২৮) নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে চৌংড়াছড়ির বাসিন্দা বিলকিস আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২০ জানুয়ারি তারা দুজন খাগড়াছড়িতে কোর্টে এসে বিয়ে করে। বিষয়টি জানাজানি হলে ২২ জানুয়ারি তাদের সামাজিকভাবে বিয়ে হয়।

বিলকিস আক্তারের বাবা জাফর আহমেদের অভিযোগ, গত বুধবার দুপুরে রঞ্জু মিয়া দলবল নিয়ে তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে হত্যা করা হয়েছে।

মহালছড়ি থানার কর্মকর্তা ইনচার্জ শীষ মোহাম্মদ জানান, রঞ্জু মিয়া বিবাহিত। এ কথা গোপন করে বিলকিস আক্তারকে বিয়ে করে। এতে ক্ষুব্ধ হয়ে বিলকিস আক্তার রবিবার বিকেল পৌনে ৩টায় বিষপান করে। তাকে প্রথমে মহালছড়ি এবং পরে খাগড়াছড়ি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সঞ্জীব ত্রিপুরা জানান, ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, চিকিৎসক বিলকিস আক্তারকে মৃত ঘোষণার পর স্বামী রঞ্জু মিয়া পালিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এইচএমপি/ইইউ/শাহ/জানুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর