thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

জামায়াতের নিবন্ধন বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২০১৩ নভেম্বর ০২ ১৬:২৫:৩৫
জামায়াতের নিবন্ধন বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দিরিপোর্ট২৪ প্রতবিদেক : জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। তিন বিচারপতির স্বাক্ষর শেষে রায়টি শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট সেকশনে পাঠানো হয়েছে। সেখান থেকে বিষয়টি প্রকাশ হয়।

রায়ের কপি হাতে পাওয়ার পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন। একইসঙ্গে হাইকোর্টের রায়টি স্থগিতেরও আবেদন জানানো হবে বলে জানান তিনি।

রায় প্রকাশের বিষয়ে তিনি দিরিপোর্ট২৪কে জানান, শুনেছি রায় প্রকাশ হয়েছে। তবে এখনো কপি পায়নি। কপি পাওয়ার পর এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। রায় প্রকাশের পর নির্ধারিত সময়েই আপিল করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, আইনে রায় প্রকাশের ৬০ দিনের মধ্যে আপিলের বিধান রয়েছে।

জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে তা বাতিলের দাবিতে ২০০৯ সালে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ আগস্ট হাইকোর্ট এই রায় দেন। বিচারপতি এম. মোয়াজ্জেল হোসেন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ (তিন বিচারপতি বেঞ্চ) ওই রায় দেন।

(দিরিপোর্ট২৪/এইপি/এমডি/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর