thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

বিশ্বনাথে ‘পলো বাওয়া’ উৎসব

২০১৪ জানুয়ারি ২৮ ১৫:৫২:১৪
বিশ্বনাথে ‘পলো বাওয়া’ উৎসব

সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে ‘পলো বাওয়া’ উৎসব পালিত হল। উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের বড় বিলে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বার্ষিক পলো বাওয়া উৎসবের সমাপ্তি ঘটে। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া পলো বাওয়া উৎসব শেষ হয় দুপুর ২টায়।

এ বছর বিলে প্রচুর মাছ থাকায় পলো বাওয়াতে অংশগ্রহণকারী সবাই ২-৪টি করে মাছ ধরে আনন্দচিত্তে বাড়ি ফিরেছেন। পুরনো দিনের এ পলো বাওয়া উৎসব দেখার জন্য প্রতিবছরের মতো এবারও বিয়ে হয়ে যাওয়া অনেক নারী বাবার বাড়িতে এসেছেন। অনেক প্রবাসী দেশে এসেছেন। তবে পলো বাওয়া উৎসবের আনন্দটা যুবক-বৃদ্ধের চেয়ে ছোট শিশুদের মাঝেই বেশি।

এলাকাবাসী জানান, প্রায় দুইশত বছর ধরে গোয়াহরি গ্রামের বড় বিলে ‘পলো বাওয়া উৎসব’ পালন করে আসছেন তারা। প্রতিবছর শীত মৌসুমে এলাকাবাসী একত্রিত হয়ে বিলে মাছ শিকার করেন।

ঐতিহ্যবাহী এ পলো বাওয়া উৎসব দেখতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা উৎসুক জনতা জানান, আমরা পলো বাওয়া উৎসব দেখতে এসেছি। আমাদের খুব ভালো লাগে পলো বাওয়া দেখতে। আমাদের কাছে পলো বাওয়া উৎসব খুব মজার বিষয়। শত ব্যস্ততার মধ্যেও তারা এ উৎসব দেখতে আসেন। গ্রামবাসী কয়েক যুগ ধরে এ উৎসব পালন করে আসছেন।

স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেন দ্য রিপোর্টকে বলেন, এটি আমাদের পূর্ব পুরুষের পুরনো ঐতিহ্য। প্রতিবছর উৎসবের মাধ্যমে পলো দিয়ে মাছ শিকার করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি।

(দ্য রিপোর্ট/এমজে/এফএস/এএস/সা/জানুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর