thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১, ৬ আশ্বিন ১৪২৮,  ১৩ সফর 1443

২০১৫ সালে ক্রিকেটে ব্যক্তিগত যত রেকর্ড

২০১৬ জানুয়ারি ০১ ১৭:১৯:১০
২০১৫ সালে ক্রিকেটে ব্যক্তিগত যত রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৫ সালে বিশ্ব ক্রিকেটে বেশকিছু পুরনো ব্যক্তিগত রেকর্ড ভেঙে গেছে। গত এক বছরে নতুন নতুন যে ব্যক্তিগত রেকর্ড হয়েছে, তা নিম্নে দেওয়া হলো।

বিশ্বকাপে টানা সেঞ্চুরি

২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে টানা চারটি সেঞ্চুরি করেন শ্রীলঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। এটি এক বিশ্বকাপে টানা সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। এক বিশ্বকাপেও কেউ এ পর্যন্ত চারটি সেঞ্চুরির বেশি করতে পারেননি।

দ্রুততম হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম ১৬ বল খেলে দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রকার এবি ডি ভিলিয়ার্স। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচেই সবচেয়ে কম ৩১ বলে সেঞ্চুরি পূর্ণ করে রেকর্ড গড়েন তিনি। বছরের শেষদিকে মার্টিন গুপ্তিলের অবশ্য দ্রুত হাফসেঞ্চুরি করার সুযোগ এসেছিল, তিনি ১৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন শ্রীলঙ্কার বিপক্ষে।

দ্রুততম ১৫০

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ৬৪ বলে ১৫০ বা ততোধিক রান সংগ্রহ করেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। সিডনিতে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ রেকর্ড গড়েন তিনি।

দ্রুততম ২০০

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে জিম্বাবুয়ের বিপক্ষে এ রেকর্ড গড়েন তিনি। এটি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি।

বিশ্বকাপের সর্বোচ্চ রান

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের মার্টিন গুপ্তিল ২৩৭ রান করেন, যা ওয়ানডে বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

(দ্য রিপোর্ট/এলআরএস/এজেড/জানুয়ারি ০১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর