thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৮ শতাংশ অকৃতকার্য

২০১৩ নভেম্বর ০৩ ১৩:১১:২০
ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৮ শতাংশ অকৃতকার্য

ঢাবিসংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলাফল অনুযায়ী ৮৮শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ তথ্য জানান।

এ বছর ৮৬ হাজার ৫১জন আবেদনকারীর মধ্যে ৭১হাজার ১৩জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৯৬জন। পাসের হার ১১.৪০ শতাংশ। অকৃতকার্যের হার ৮৮.৬০।

ভর্তি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে ১৭৩.৩ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে নুশরাত জাহান। যার রোল নম্বর ৬৪০০৫৫। এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৬৪.৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে ইয়াসিন আরাফাত। ইয়াসিনের রোল নম্বর ৬৮৩৩১৩। এ ছাড়া মানবিক শাখা থেকে ১৭২.৫৮ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে আবির হোসেন। আবিরের রোল নম্বর ৬১৬৩১৭।

উল্লেখ্য, admission.eis.du.ac.bd অথবা গ্রামীণফোন বাদে যেকোনো মোবাইলের এসএমএস অপশনে গিয়ে du gha টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে দিলেই ফলাফল জানা যাবে।

ঢাবি সূত্রে জানা যায়, যদি কোনো প্রার্থীর ফলাফল নিয়ে আপত্তি থাকে তাহলে ২০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অফিসে গিয়ে আবেদন করতে হবে।

(দিরিপোর্ট২৪/আইজেকে/এইচএসএম/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর