thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

মার্চে মুক্তি পাচ্ছে ইমুর বুলেট বাবু

২০১৬ ফেব্রুয়ারি ০৩ ১৫:৫২:২৪
মার্চে মুক্তি পাচ্ছে ইমুর বুলেট বাবু

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢালিউডের নবাগত চিত্রনায়িকা ইমু সিকদার ‘বুলেট বাবু’ শিরোনামে ছবি নিয়ে আসছেন মার্চে। ছবিটি ১১ মার্চ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। লেডি এ্যাকশনধর্মী ছবিটিতে ইমুর বিপরীতে রয়েছেন নবাগত রোহান। এটি পরিচালনা করেছেন মঈন বিশ্বাস।

ছবিটি প্রসঙ্গে নায়িকা ইমু সিকদার বলেন, ‘ক্যারিয়ারের শুরুতেই এমন একটি সিনেমায় কাজ করতে পেরে আমি আনন্দিত। লেডি এ্যাকশনধর্মী ছবিটির কেন্দ্রীয় চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। এতে আমি নেশা নামের একটি মেয়ের চরিত্র রূপদান করেছি। যে কিনা খুব সাধারণ একটি মেয়ে থেকে ঘটনাচক্রে বিধ্বংসী হয়ে ওঠে।’

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইমু সিকদার বলেন, ‘আমি চাই চলচ্চিত্রে একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। তাইতো ক্যারিয়ারে শুরুর আগেই নাচ ও ফাইটে প্রশিক্ষণ নিয়েছি।’

‘বুলেট বাবু’ ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— আলেকজান্ডার বো, ওমর সানি, মেহেদী, ড্যানি সিডাক, শানু শিবা প্রমুখ। ছবিটিতে দুটি আইটেম গান, দুটি রোমান্টিক গান ও একটি কমেডি গান রয়েছে।

গত বছর ‘দ্য স্টোরি অব সামারা’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে ইমু সিকদারের।

(দ্য রিপোর্ট/এএ/এফএস/এম/ফেব্রুয়ারি ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর