thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

হারিয়ে যাওয়া নারীদের নিয়ে চিত্র প্রদর্শনী

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১২:৪৬:০৮
হারিয়ে যাওয়া নারীদের নিয়ে চিত্র প্রদর্শনী

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের জাতীয় চিত্র প্রদর্শনীতে এবার উঠে এসেছে লাখ লাখ হারিয়ে যাওয়া নারীর চিত্র। দেশটিতে শুক্রবার শুরু হওয়া এ প্রদর্শনীতে চিত্রশিল্পী লিনা কেজরিওয়াল এ সব চিত্র তুলে ধরেছেন।

ভারতে প্রতিবছর যৌন সহিংসতা, মেয়ে শিশুর ভ্রুণ হত্যা, গর্ভপাত ছাড়াও নারীদের প্রতি অবহেলার কারণে অনেক নারী অকালে মৃত্যুবরণ করে। এভাবে পৃথিবী থেকে দুঃখজনকভাবে বিদায় নেওয়া হতভাগ্য নারীদের নিয়েই চিত্রগুলো এঁকেছেন লিনা।

বেশ বড় মাপের তিনটি ভাস্কর্যের বিষয়ে লিনা বলেন, ‘এখানে রয়েছে আকাশের বুকে সূক্ষ্ম কালো গহ্বর (ব্ল্যাক হোল)। গহ্বরগুলোতে রয়েছে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া লাখো হতভাগ্য নারীর প্রতিমূর্তি।’

২০১১ সালের একটি জরিপে দেখা গেছে, ভারতে প্রতি হাজার ছেলে জন্মানোর বিপরীতে মেয়ে জন্ম নেয় ৯১৪ জন। বিশ্বব্যাপী এ হার যেখানে ৯৫২ জন।

দেশটিতে ২০০৮ সাল থেকে শুরু হওয়া এ বাৎসরিক প্রদর্শনীতে দেশি চিত্রশিল্পীদের পাশাপাশি অনেক বিদেশি চিত্রশিল্পীও অংশ নেন।

(দ্য রিপোর্ট/এসকে/শাহ/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

নারী এর সর্বশেষ খবর

নারী - এর সব খবর