thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

‘বাংলাদেশে মুক্তিযুদ্ধ চর্চার রয়েছে নানা মাত্রা’

২০১৬ ফেব্রুয়ারি ১৩ ১৮:৫২:৫৪
‘বাংলাদেশে মুক্তিযুদ্ধ চর্চার রয়েছে নানা মাত্রা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলার মূলমঞ্চে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধচর্চা : অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মেসবাহ কামাল। আলোচনায় অংশগ্রহণ করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ড. মোহাম্মদ সেলিম ও দিব্যদ্যুতি সরকার।

সভাপতিত্ব করেন লেখক অধ্যাপক সনৎকুমার সাহা।

অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত কবি কায়সুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রাবন্ধিক অধ্যাপক মেসবাহ কামাল বলেন, ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধ চর্চার নানা মাত্রা রয়েছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে ও ব্যক্তিগত উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা হয়েছে। আবার রাষ্ট্রক্ষমতায় মুক্তিযুদ্ধবিরোধী শক্তি থাকাকালে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতও হয়েছে। নয় মাসের রক্তাক্ত মুক্তিযুদ্ধ, গেরিলাযোদ্ধা, যুদ্ধাপরাধ, বধ্যভূমি, গণহত্যা, নারী নির্যাতন ইত্যাদি নানা বিষয়ে গবেষণা হলেও মুক্তিযুদ্ধের লাখ লাখ শরণার্থী নিয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের জাতীয়তাববাদী ও বামপন্থী রাজনৈতিক শক্তির ভূমিকা এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধবিরোধী পক্ষ, যেমন জামায়াতে ইসলামী, নেজামে ইসলামসহ অন্যান্য দলের ভূমিকা নিয়েও গবেষণা জরুরি। মুক্তিযুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর গৌরবময় ভূমিকাও ব্যাপক বিশ্লেষণের দাবি রাখে ‘

সভাপতির বক্তব্যে অধ্যাপক সনৎকুমার সাহা বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাড়ে চার দশক অতিক্রান্ত হয়েছে। সঙ্গত কারণেই মুক্তিযুদ্ধ বিষয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার দাবি উঠছে। আমরা আশা করি, বস্তুনিষ্ঠভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রণয়নের মধ্য দিয়ে আলোকিত আগামীর পথে আমাদের যাত্রা শুরু হবে।’

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী নিমাই মণ্ডল এবং তামান্না নীপা। সোহেল রহমানের পরিচালনা নৃত্য পরিবেশন করেন নৃত্য সংগঠন ‘শিখর কালচারাল অর্গানাইজেশন’-এর শিল্পীবৃন্দ। এ ছাড়াও সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী জিনাত রেহানা, বদরুন্নেসা ডালিয়া, শ্যামা সরকার, জয় শাহরিয়ার, পল্লব গোমেজ, রাজু আহমেদ এবং জুলি শারমিলী। যন্ত্রাণুষঙ্গে ছিলেন বাবু জামান (তবলা), এফ এম আলমগীর কবির (বাঁশি), মো. আজিজুর রহমান (কী-বোর্ড), প্রদীপ কুমার কর্মকার (প্যাড) ও রিচার্ড কিশোর (গীটার)।

(দ্য রিপোর্ট/এমএ/এসবি/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর