thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

‘শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন পূরণ করছে’

২০১৬ ফেব্রুয়ারি ২৭ ১৮:১২:০৪
‘শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন পূরণ করছে’

চট্টগ্রাম অফিস : তথ্য-প্রযুক্তিবিদ বিজয় বাংলা সফটওয়্যার নির্মাতা ও ডিজিটাল বাংলাদেশের রূপকার মোস্তফা জব্বার বলেছেন, ‘শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন পূরণ করছে। আজ বাংলাদেশ আন্তর্জাতিক সম্মান অর্জন করেছে ডিজিটাল ব্যবস্থাপনায়।’

তিনি শনিবার বিকেলে নগরীর ডিসি হিল নজরুল স্কয়ার মঞ্চে ২২ দিনব্যাপী অমর একুশে বইমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মোস্তফা জব্বার বলেন, আগে মোবাইল একজন ধনীর গৌরবের ধন ছিল। এখন তা একজন খেটে খাওয়া রিকশায়ালার কাছেও আছে। এমনকি গরীব গৃহবধূ তার প্রবাসী স্বামীর কাছ থেকে প্রাপ্য অর্থ পান। এক্ষেত্রে বাংলাদেশ খুবই অল্প সময়ের মধ্যে আইটি সেবা পেয়ে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্বপ্ন পূরণ করছে।’

একুশ মেলা উদযাপন পরিষদের মহাসচিব চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহামুদ হাসনী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জোবায়ের আহমেদ, নগর যুবলীগের সদস্য ওয়াহিদুল আলম শিমুল, মোহাম্মদ গিয়াসউদ্দিন, ডা. রিদোয়ান, সুমন চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল্লা আল মামুন।

অনুষ্ঠান শুরুতেই দলীয় সংগীত পরিবেশন করেন বংশী শিল্পকলা একাডেমী। একক সংগীত পরিবেশন করেন নতুন প্রজন্মের বেতার ও টেলিভিশন শিল্পীবৃন্দ। আলোচনা সভার শেষে দলীয় নৃত্য পরিবেশন করেন ওড়শি অ্যান্ড টেগর ডান্স মুভমেন্ট সেন্টার, বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদ।

(দ্য রিপোর্ট/এসবি/সা/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর