thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

গুজরাটে অবিবাহিত নারীদের মোবাইল নিষিদ্ধ

২০১৬ ফেব্রুয়ারি ২৮ ১৩:৫২:৫৫
গুজরাটে অবিবাহিত নারীদের মোবাইল নিষিদ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের পশ্চিম রাজ্য গুজরাটের কয়েকটি গ্রামে অবিবাহিত যুবতী নারীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে গ্রাম কর্তৃপক্ষ। খবর আলজাজিরা ও রয়টার্সের।

সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতেই গ্রাম কর্তৃপক্ষ যুবতীদের মোবাইল নিষিদ্ধ করেছে। তাছাড়া লেখাপড়ার ক্ষতি হওয়ার অভিযোগটিও অন্যতম।

মেহসানা জেলা কাউন্সিলের সভাপতি রঞ্জিত সিং ঠাকুর বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মেহসানা ও বনসকণ্ঠ জেলার গ্রামগুলোতে এই অবরোধ আরোপ করা শুরু হয়েছিল। এখন আরও কয়েকটি গ্রাম এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, ১৮ বছরের কম বয়সী এবং অবিবাহিত নারীদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য।

রঞ্জিত ঠাকুর আরও জানান, মোবাইল ফোন থাকলে মেয়েরা ভালোভাবে পড়াশোনা করে না। ফলে তারা বাজে পরিস্থিতির সম্মুখীন হয়। বিয়ের আগ পর্যন্ত তারা নিজস্ব মোবাইল ব্যবহার করতে পারবে না। প্রয়োজনে ঘরে বাবা-মার ফোন তারা ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, ‘নির্দেশ অমান্যকারীকে ২১০০ রুপি জরিমানা করা হবে।’

তবে এবারই প্রথমবারের মতো ভারতে নারীদের মোবাইল নিষিদ্ধ করা হয়নি। দেশটির বিহার রাজ্যে কয়েক বছর আগেও এমন নিষিদ্ধের ঘোষণা এসেছিল।

ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহৎ মোবাইল ফোনের বাজার, যেখানে ১০০ কোটির উপরে মোবাইল ফোন ব্যবহাকারী রয়েছে।

(দ্য রিপোর্ট/এআরই/এএসটি/এইচ/ফেব্রুয়ারি ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর