thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ভারত বলেই আত্মবিশ্বাসী তামিম!

২০১৬ মার্চ ০৪ ১৯:৩৮:০৬
ভারত বলেই আত্মবিশ্বাসী তামিম!

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে তামিম ইকবালের রেকর্ডটা দুর্দান্তই। ওয়ানডেতে দলটির বিপক্ষে খেলা ১৭ ম্যাচে ছয়টি হাফসেঞ্চুরি রয়েছে এই হার্ডহিটার ওপেনারের। তবে দলটির বিপক্ষে দুটি টি২০ ম্যাচের পারফরম্যান্সটা উল্লেখযোগ্য নয়। দুই ম্যাচে তার রান মাত্র ২১। ফরম্যাট ভিন্ন হওয়া সত্ত্বেও ভারতের বিপক্ষে অতীত পারফরম্যান্স প্রেরণা যোগাবে তামিমকে। আগের পারফরম্যান্সের কথা স্বীকার করলেও তাতে খুব বেশি রোমাঞ্চিত নন তিনি।

তামিম বলেন, ‘আগে মোটামুটি কিছু ভাল খেলেছি। কিন্তু এগুলো অতীত। রবিবার যখন আমি শুরু করব, তখন সেটা হবে নতুন একটি দিন। আমাদের শূন্য থেকেই শুরু করতে হবে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমার যে পরিকল্পনা রয়েছে, আমি চেষ্টা করব ওটা পূরণ করার জন্য। যাতে করে দল উপকৃত হয়।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত খেলে এসেছেন তামিম ইকবাল। ৫ ম্যাচে ২৬৭ রান করেছেন তিনি। তবে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মাঝপথে দুবাই ছেড়ে ব্যাংকক চলে যেতে হয়েছে তামিমকে। একই কারণে এশিয়া কাপেও প্রথম তিন ম্যাচ খেলা হয়নি তার পক্ষে।

তথাপি তামিম ফাইনাল ম্যাচের আগে আত্মবিশ্বাস পাচ্ছেন পিএসএল থেকে। তিনি বলেন, ‘পিএসএল অবশ্যই অনেক আত্মবিশ্বাস দিয়েছে। খেলাটা যে লিগেই হোক রান করতে পারলে আপনি অবশ্যই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আত্মবিশ্বাস অবশ্যই আছে। তবে আজকের দিনের পরের দিন নতুন দিন। আমাদের নতুন একটি বল মোকাবেলা করতে হবে।’

নতুন দিনে নতুন প্রতিপক্ষের সঙ্গে লড়াই। পিএসএল ও এশিয়া কাপের টেম্পারমেন্টও ভিন্ন। তথাপি ফর্মে থাকলে যেকোনো ম্যাচেই একজন খেলোয়াড়কে আত্মবিশ্বাস যোগায়। সে কথা মানছেন তামিমও। তিনি বলেন, ‘ফর্ম ভালো থাকলে আত্মবিশ্বাস থাকে। মানসিকভাবেও ভালো অবস্থায় থাকা যায়। আমি চেষ্টা করব যে ভালো ফর্মে আমি আছি, তা জাতীয় দলের জন্যও করার।।’

এশিয়া কাপে যোগ দিয়ে তামিম পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৭ রান করে আউট হয়ে যান। এ জন্য মাঝে বেশ কয়েকদিন অনুশীলনের মধ্যে না থাকাকে দায়ী করছেন তিনি। তামিম বলেন, ‘শেষ ম্যাচে একটু বেশি নার্ভাস ছিলাম। ব্যাটসম্যান হিসেবে যখন ১০-১২ দিনের গ্যাপ থাকে, ওখান থেকে এসে খেলাটা একটু কঠিন। ফাইনালের আগে দুই-তিনটি অনুশীলন সেশন আমরা পাচ্ছি। এটা আমার জন্য ব্যক্তিগতভাবেও ভাল হয়েছে।’

ভারতীয় বোলাররা এশিয়া কাপে ধারণার চেয়েও ভালো পারফর্ম করছেন। তাই ফাইনালে দলটির বোলারদের সতর্কতার সঙ্গেই খেলার আভাস দিলেন তামিম। তিনি বলেন, ‘আমি বিশেষ কোনো একজনের নাম বলব না। তারা প্রত্যেকেই ভাল বোলার। ভারতের সবাই দুর্দান্ত ব্যাটসম্যান। আমরা আমাদের নিয়েই ভাবছি। একটি খারাপ বল পেলে তার সদ্বব্যবহার ও ভালো বল হলে তাকে সমীহ করতে হবে।’

(দ্য রিপোর্ট/কেআই/জেডটি/সা/মার্চ ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর