thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বাংলাদেশকে ভালবাসেন বশীর, পতাকা জড়িয়েছিলেন স্বেচ্ছায়

২০১৬ মার্চ ০৪ ২০:২২:১২
বাংলাদেশকে ভালবাসেন বশীর, পতাকা জড়িয়েছিলেন স্বেচ্ছায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের দিন মাঠে এক পাকিস্তানি সমর্থকের হেনস্থা হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। ওই সমর্থকের নাম মোহাম্মদ বশীর, যিনি ‘বশীর চাচা’ নামে পরিচিত। ম্যাচের দিন কাঁদো কাঁদো ভাব নিয়ে বাংলাদেশের পতাকা গায়ে বাংলাদেশি সমর্থকদের সঙ্গে তার তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযোগ করেন বাংলাদেশি সমর্থকরা নাকি জোর করে তাকে লাল-সবুজ পতাকা পরিয়ে ছবি তুলেছেন।

তবে এ ধরনের অভিযোগের কথা অস্বীকার করেছেন ওই পাকিস্তান সমর্থক। শুক্রবার তার কাছে হেনস্থার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এমন অভিযোগের কথা অস্বীকার করেন।

মিরপুর প্রিন্স হোটেলে অবস্থানরত বশীর বলেন, ‘সেদিন আমাকে জোর করে বাংলাদেশি পতাকা পরানো হয়নি। ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ার পর আমি বাংলাদেশের পতাকা পরি। এবং আমি তখন বলি বাংলাদেশ জিন্দাবাদ।’

বশীর চাচা ১৯৭১ সালে বাংলাদেশের প্রতি পাকিস্তানের বর্বরোচিত আচরণের জন্য দুঃখ প্রকাশও করেন। নিজে ছোট ছিলেন ১৯৭১ সালে। ওই সময় যা হয়েছে তার শাস্তি পাকিস্তান পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পরে খেলা নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান ম্যাচে হেরে গিয়েছে, একটা কষ্ট তো থাকতেই পারে। কারণ আমি পাকিস্তানে জন্মেছি। তবে বাংলাদেশিরা খুব খুশি হয়েছে। আমি বাংলাদেশকে ভালবাসি। ইনশাআল্লাহ বাংলাদেশ ফাইনালে জিতবে। আমি ধোনিকে (ভারতের অধিনায়ক) ভালবাসি, তবে জিতবে বাংলাদেশই।’

(দ্য রিপোর্ট/কেআই/জেডটি/সা/মার্চ ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর