thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সিএসইর আইপিও ইনডেক্সের প্রেজেন্টেশন সম্পন্ন

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১১:৩৪:৫২
সিএসইর আইপিও ইনডেক্সের প্রেজেন্টেশন সম্পন্ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : আইপিও ইনডেক্স সম্পর্কে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে সম্যক ধারণা দিতে প্রেজেন্টেশন সম্পন্ন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বুধবার সকাল ১১টায় সিএসইর সভাপতি আল-মারূফ খানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বিএসইসিতে আইপিও ইনডেক্সের খুটিনাটি উপস্থাপন করেন।

প্রেজেন্টেশন অনুষ্ঠানে বিএসইসির পক্ষে কমিশনার হেলাল উদ্দিন নিজামী এবং অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর গতিবিধি জানতে এ ইনডেক্স চালু করা হবে বলে সিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে। আইপিও ইনডেক্সের ভিত্তি পয়েণ্ট হবে ১০০০। তবে ভিত্তি বছর নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে সিএসইর সভাপতি আল-মারূফ খান বলেন, ‘ভিত্তি বছর কত ধরা হবে তা জানাতে বলেছে বিএসইসি। ভিত্তি বছরের ওপর নির্ভর করছে এ ইনডেক্সের আওতায় কতটি কোম্পানি থাকবে। যদি দুই বছর ধরা হয় তবে কোম্পানির সংখ্যা যত হবে, তিন বছর ধরা হলে তার চেয়ে বেশি হবে। তাই আপাতত ভিত্তি বছরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি আইপিও ইনডেক্স চালু করবে সিএসই।

এ বিষয়ে সিএসইর সভাপতি আল-মারূফ খান দ্য রিপোর্টকে বলেন, ‘আইপিওতে আসা কোম্পানিগুলোর পারফরম্যান্স কেমন হবে তা জানার জন্য এই ইনডেক্স চালু করা হবে। এতে করে আইপিও মার্কেটের গতিবিধি সম্পর্কে জানা যাবে।’

এর আগে চলতি মাসে নতুন তিনটি সূচক চালু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় সিএসই কর্তৃপক্ষ। এগুলো হলো- আইপিও ইনডেক্স, ইসলামী ইনডেক্স ও বেঞ্চমার্ক ইনডেক্স। ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সহায়তায় এসব সূচক চালু করা হবে।

অন্য সূচকগুলো চালু করার বিষয়ে আল-মারূফ খান বলেন, ‘আমরা শরিয়াহ সূচক ও বেঞ্চমার্ক সূচকের বিষয়ে কাজ করে যাচ্ছি। শিগগিরই এ সব সূচক চালু করার জন্য বিএসইসির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব।’

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর