thereport24.com
ঢাকা, রবিবার, ২০ জানুয়ারি ২০১৯, ৭ মাঘ ১৪২৫,  ১৩ জমাদিউল আউয়াল ১৪৪০

উৎসবী আমেজে নববর্ষ বরণ খুলনাবাসীর

২০১৬ এপ্রিল ১৪ ১০:৪৪:০৩
উৎসবী আমেজে নববর্ষ বরণ খুলনাবাসীর

খুলনা ব্যুরো : বিপুল উৎসাহ-উদ্দীপনায় পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে খুলনায়। বাংলা নববর্ষ ১৪২৩ সালকে উৎসবী আমেজে স্বাগত জানিয়েছে খুলনাবাসী।

নববর্ষ বরণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয় বর্ণিল শোভাযাত্রা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি আইনজীবী সাইফুল ইসলামসহ সর্বস্তরের নারী পুরুষ।

এর আগে বহু বছরের রেওয়াজ অনুয়ায়ী খুলনা সার্কিট হাউস প্রাঙ্গণের আমতলায় উদীচী শিল্পগোষ্ঠীর গানে গানে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে।

এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ সকালে মনোজ্ঞ শোভাযাত্রা বের করে খুলনা শিববাড়ী মোড় থেকে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. ফায়েকুজ্জামান বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রায় গ্রামীণ সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন জীব-জন্তুর ভাস্কর্যও বহন করা হয়।

এ ছাড়া নগরীর প্রায় প্রতিটি মহল্লায় নববর্ষ বরণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/এপ্রিল ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর