thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯, ৩ মাঘ ১৪২৫,  ১০ জমাদিউল আউয়াল ১৪৪০

নববর্ষে শুভেচ্ছা ও শুভ কামনায় ক্রিকেটাররা

২০১৬ এপ্রিল ১৪ ১৪:২৯:০৮
নববর্ষে শুভেচ্ছা ও শুভ কামনায় ক্রিকেটাররা

দ্য রিপোর্ট ডেস্ক : বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪২৩ সালকে বরণ করে নিয়েছে বাঙালি জাতি। বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে পহেলা বৈশাখ। বাংলাদেশের তারকা ক্রিকেটাররাও শামিল সেই উৎসবে। ভক্তদের তথা দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেনরা। সঙ্গে একটি সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভকামনা করেছেন তারা।

নিজের ফেসবুক ফ্যানপেজে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তামিম লিখেছেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা ।
শুভ নববর্ষ ১৪২৩ ।’

মুশফিক তার ফ্যানপেজে লিখেছেন, ‘নতুন দিনে দোয়া করি যেন আগামী বছর আল্লাহ্‌ আমাদের সবাইকে সুস্থ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত রাখেন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা! শুরু হোক নতুন পথচলা!’

সাদা পাঞ্জাবি পরে গাড়িতে বসা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘শুভ সকাল, শুভ নববর্ষ! নতুন বছরে শুরু হোক নতুন পথ চলা।’

নাসির হোসেন লিখেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশগ্রহণের কারণে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব বর্তমানে রয়েছেন কলকাতায়। সেখান থেকেই এক ভিডিও বার্তায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই ভিডিও নিজের ফেসবুক ফ্যানপেজে আপলোড করে সাকিব লিখেছেন, ‘সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক শভেচ্ছা ও শুভ কামনা।’

এদিকে, মুস্তাফিজ নববর্ষের দিনটিতে নতুন করে কিছু না বললেও দু’দিন আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে বলেছিলেন যে, এবারের পহেলা বৈশাখে মন খারাপ থাকছে তার। কারণ, প্রতিবার সাতক্ষীরায় পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সঙ্গে এই দিনটি উদযাপন করেন তিনি। কিন্তু আইপিএলে খেলতে হচ্ছে বলে সেই আনন্দ মিস করতে হচ্ছে তাকে।

(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/এপ্রিল ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর