thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

‘বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না হলে লাগাতার ক্লাস বর্জন’

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৪:১২:১১
‘বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না হলে লাগাতার ক্লাস বর্জন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ২ মার্চের মধ্যে ইডেন মহিলা কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণার উদ্যোগ নেওয়া না হলে লাগাতার ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ দাবিতে সমাবেশ, ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘটের মত কর্মসূচিও ঘোষণা করেছে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জয়শ্রী রায়।

৩৫ হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবনকে ত্বরান্বিত করতে স্বায়ত্তশাসন দাবি করা হচ্ছে জানিয়ে জয়শ্রী বলেন, ‘পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবিতে আমরা কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি। এরই ধারাবাহিকতায় গত মাসে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আগামী ১০ ফেব্রুয়ারি মানববন্ধন, বিক্ষোভ মিছির এবং শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। ১৭ ফেব্রুয়ারি বুদ্ধিজীবীদের উপস্থিতিতে সমাবেশ, ২০ ফেব্রুয়ারি ক্লাস বর্জন, ২৪ ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘট এবং ২ মার্চ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে।’

দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করে তিনি আরও বলেন, ‘এরপরও আমরা যদি ইতিবাচক সাড়া না পাই তাহলে লাগাতার ক্লাস বর্জন করব।’

সংবাদ সম্মেলন শেষে এক প্রশ্নের জবাবে মুক্তা বাড়ৈ নামের আন্দোলনরত অপর এক শিক্ষার্থী বলেন, ‘আন্দোলন ছাড়া দাবি পূরণ হবে না জেনেই আমরা কর্মসূচি ঘোষণা করেছি।’

সংবাদ সম্মেলনে কলেজের প্রায় ২০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর

বিশেষ সংবাদ - এর সব খবর