thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১ ফাল্গুন ১৪২৫,  ১৭ জমাদিউস সানি ১৪৪০

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৭.২ শতাংশ

২০১৬ জুন ০২ ১৬:২০:৫১
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৭.২ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ব্যক্তি খাতে বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন সূচকে ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে।

সূত্র জানায়, ইতোমধ্যেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রক্ষেপণ দিয়েছে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ০৫ শতাংশ।

(দ্য রিপোর্ট/জেজে/এএসটি/এইচ/জুন ০২, ২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর