thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯, ৩ মাঘ ১৪২৫,  ১০ জমাদিউল আউয়াল ১৪৪০

মূল্যস্ফীতির লক্ষ্য ৫.৮ শতাংশ

২০১৬ জুন ০২ ১৬:৩৯:২২
মূল্যস্ফীতির লক্ষ্য ৫.৮ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ৫ দশমিক ৮ শতাংশ। যা চলতি অর্থবছরের বাজেটে লক্ষ্যমাত্রা ছিল ৬ দশমিক ২ শতাংশ।

গত এপ্রিল মাস পর্যন্ত চলতি অর্থবছরের ১০ মাসে পয়েন্ট টু পয়েন্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৬১ শতাংশে, যা মার্চ মাসে ছিল ৫ দশমিক ৬৫ শতাংশ। গত বছরের একই সময়ে এপ্রিল মাসে ছিল ৬ দশমিক ৩২ শতাংশ। অন্যদিকে এসময়ে খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট প্রস্তাব করেন। এসময় তিনি বলেন, আগামী বছরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ পণ্যমূল্য কমার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে অভ্যন্তরীণ বাজারে জ্বালানী তেলের মূল্য কিছুটা কমানো হয়েছে, যা খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হ্রাসে ভূমিকা রাখবে।

(দ্য রিপোর্ট/জেজে/এএসটি/০২ জুন/২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর