thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৬ ফাল্গুন ১৪২৫,  ১২ জমাদিউস সানি ১৪৪০

আগামী অর্থবছরে বাড়বে মাথাপিছু আয়

২০১৬ জুন ০২ ১৭:২৮:৩৫
আগামী অর্থবছরে বাড়বে মাথাপিছু আয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে দারিদ্র্য বিমোচনই আমাদের সকল কর্মকাণ্ডের মূল লক্ষ্য। এ জন্য আমরা সব সময় অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে চেষ্টা করছি। পাশাপাশি দারিদ্র্য, অসমতা, নারীর ক্ষমতায়ন স্যানিটেশন মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার, গড় আয়ুষ্কাল, জনসংখ্যা বৃদ্ধির হার, শিক্ষা ইত্যাদি সামাজিক সূচকে আমাদের অবস্থান আরও সুদৃঢ হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।

গত কয়েক বছর ধরেই দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ মার্কিন ডলারে। গত ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩১৬ ডলার। ২০১৩-১৪ অর্থবছরে ছিল ১ হাজার ১৯০ ডলার।

(দ্য রিপোর্ট/জেজে/এএসটি/এম/ জুন ০২,২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর