thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯, ৯ মাঘ ১৪২৫,  ১৫ জমাদিউল আউয়াল ১৪৪০

পরিবহন-যোগাযোগে বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা

২০১৬ জুন ০২ ১৮:৩১:১০
পরিবহন-যোগাযোগে বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে ৩৭ হাজার ২৬৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরের তুলনায় এ খাতের বরাদ্দ বেড়েছে ১০ হাজার ৪৬৭ কোটি টাকা।

চলতি অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ২৮ হাজার ৬৯৯ কোটি। সংশোধিত বাজেটে তা কমিয়ে করা হয় ২৬ হাজার ৭৯৮ কোটি টাকা।

এবারের প্রস্তাবিত বরাদ্দ মোট বাজেটের ১০ দশমিক ৫ শতাংশ। পরিবহনের সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অন্তর্ভুক্ত করে এই বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।

এবার উন্নয়ন ও অনুন্নয়ন মিলে বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।

পরিবহন ও যোগাযোগ খাতে ২০১৫-১৬ অর্থবছরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগে ১০ হাজার ৯১০ কোটি টাকা। সেতু বিভাগে ৯ হাজার ২৮৮ কোটি টাকা। রেলপথ খাতে ১১ হাজার ৯৫০ কোটি টাকা। নৌপরিবহন মন্ত্রণালয়ে ২ হাজার ৫৫ কোটি টাকা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ৫৪৯ কোটি টাকা। এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ২ হাজার ৫১৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/বিকে/এএসটি/এম/জুন ০২, ২০১৬)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর