thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯, ৫ মাঘ ১৪২৫,  ১১ জমাদিউল আউয়াল ১৪৪০

সিটির বাইরে সুবিধা পাবে নির্মাণ শিল্প

২০১৬ জুন ০২ ২০:২৬:৪৭
সিটির বাইরে সুবিধা পাবে নির্মাণ শিল্প

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটে (২০১৬-১৭) রাজধানীসহ সিটি করপোরেশনের বাইরে রিয়েল এস্টেট কোম্পানির বিনিয়োগে উৎসে কর কমানোর প্রস্তাব করা হয়েছে।

দেশের প্রধান শহরগুলোতে থেকে জনসংখ্যার চাপ কমানোর লক্ষ্যে রিয়েল এস্টেট খাতকে উৎসাহিত করতে এ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, সিটি করপোরেশনগুলোতে সুযোগ-সুবিধা বেশি থাকার কারণে জনসংখ্যার চাপ বেশি। এসব জায়গায় জনসংখ্যার চাপ কমানোর জন্য জেলা শহরগুলোতে পরিকল্পিত আবাসিক, বাণিজ্যিক ও সামাজিক স্থাপনা নির্মাণের দরকার।

এ ক্ষেত্রে সিটি করপোরেশনের বাইরে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য রিয়েল এস্টেট খাতকে হ্রাসকৃত উৎস করের সুবিধা দেওয়ার প্রস্তাব করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরএ/বিকে/এএসটি/এম/জুন ০২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর