thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৬ ফাল্গুন ১৪২৫,  ১২ জমাদিউস সানি ১৪৪০

দাম বাড়ছে, দাম কমছে

২০১৬ জুন ০২ ২১:৪১:২৫
দাম বাড়ছে, দাম কমছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাজেট মানেই নতুন অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব-নিকাশ। অর্থমন্ত্রীর কলমের খোঁচায় পণ্যের দাম বাড়ে, আবার কমেও। কেউ খুশি হন, কারও মন হয় বেজার। এই তো বাজেট।

২০১৬-১৭ অর্থবছরের বাজেটেও তার ব্যাতিক্রম হয়নি। বৃহস্পতিবার বিকেলে প্রণীত বাজেটে বিলাসী দ্রব্যসামগ্রীতে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কমানোর প্রস্তাব হয়েছে ক্রমবর্ধমান সাধারণ মানুষের চাহিদার পণ্যের ওপর।

দাম বাড়ছে

তামাক পণ্য : হাতে ও অযান্ত্রিক পদ্ধতিতে তৈরি বিড়ির ওপর ১০০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য প্রস্তুতকৃত তামাক এবং অন্যান্য সমজাতীয় পদার্থে, তামাকের শুল্কও ১০০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে সব ধরনের তামাকতাজ পণ্যের দাম বাড়তে পারে।

নির্মাণ সামগ্রী : নুড়ি পাথরের ওপর নতুন করে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। আগে এ পণ্যটি শুল্কমুক্ত ছিল। ভাঙা বা চূর্ণ পাথরের ওপর ২০ শতাংশ থেকে শুল্ক বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সব ধরনের রড, কাঠের কয়লা, লোহা ও স্টিলের ওপর নতুন করে ২০ শতাংশ হারে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ফেরো অ্যালয়, বিলেট, বার রড, অ্যাঙ্গেল, ফ্লাই অ্যাশের শুল্ক বাড়ানোর কারণে নির্মাণ ব্যয় বাড়বে।

সুগন্ধি : সুগন্ধির ওপর ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ হারে শুল্ক আরোপের প্রস্তাব করায় সুগন্ধির দাম বাড়বে।

মোবাইল বিল : মোবাইল ফোনের সিম ব্যবহার করে কথা বলাসহ অন্যান্য সেবার ওপর সম্পূরক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে মোবাইল ফোনের সিমভিত্তিক সব ধরনের সেবার ওপর গ্রাহকের খরচ বাড়বে।

বৈদ্যুতিক সামগ্রী : ল্যাম্পহোল্ডার, অপটিকাল ফাইবার, তার ও অন্যান্য যন্ত্রপাতির ওপর নতুন করে ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ করায় বৈদ্যুতিক সামগ্রীর দাম বাড়বে।

চাল : আমদানি করা কাড়া (ব্রাউন) চাল, ভাঙা চালের ওপর ১০ শতাংশ থেকে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে আমদানি করা চালের দাম বাড়তে পারে।

গম ভুট্টা : ভুট্টার আটার ওপর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে গম ও ভুট্টার স্টার্চের ওপর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে ভুট্টা ও গমজাতীয় পণ্যের দাম বাড়তে পারে।

পাঠ্যবই : প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষার পাঠ্য বইয়ের ওপর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে শিশুদের ছবি, অঙ্কন ও রঙিন বইয়ের ওপর আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা প্রস্তাব করা হয়েছে। এতে বইয়ের দাম বাড়বে।

ওয়াশিং মেশিন : গৃহস্থালীতে ব্যবহার হওয়া জাতীয় ওয়াশিং মেশিনের ওপর আমদানি শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করায় কাপড় পরিষ্কার করার এ যন্ত্রের দাম বাড়বে।

ওষুধ : ওষুধ শিল্পের কাঁচামালের ওপর আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করায় ওষুধের দাম বাড়বে।

রাসায়নিক পণ্য : টেলকম পাউডার, ইসিজি ও আল্ট্রাসাউন্ড পেপার, পাল্পের তৈরি ফিন্টার ব্লকস-এর শুল্ক বাড়ানোর কারণে এসব রাসায়নিক পণ্যের দাম বাড়বে।

দাম কমছে

নতুন অর্থবছরের (২০১৬-১৭) প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের শুল্ক ও কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফলে এসব পণ্যের দাম কমতে পারে।

তৈরি পোশাক : বস্ত্র খাতের স্ট্রিপিং কেমিক্যালের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ফ্লাক্স ফাইবার এবং স্পানডেক্স/ইলাসট্রোমেট্রিক্স নামক কাঁচামালের শুল্ক ১০ শতাংশ হতে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে পোশাক তৈরির ব্যয় কমবে। এতে পোশাকের দামও কমতে পারে।

রাসায়নিক পণ্য : পেট্রোলিয়াম জেলি ও প্যারাফিন ওয়াক্স-এর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কাঁচা রাবার, রাবার প্রসেস অয়েল, গ্লোসি স্টার্চ, গাম রেজিন-এর শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। শুল্ক কমানোর ফলে এসব পণ্যের দাম কমবে।

ইলেকট্রিক্যাল পণ্য : ইউরিয়া রেজিন-এর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, ডিওপির শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ, রোল আকারের অ্যাডহেসিভ টেপ শুল্কমুক্ত করা, ফাইবার গ্লাসের শুল্ক ৩০ শতাংশ কমিয়ে শুল্কমুক্ত করা এবং কম্প্রেসারের যন্ত্রাংশ ও উপকরণের ওপর শুল্ক কমানোর কারণে এসব ইলেকট্রিক্যাল পণ্যের দাম কমবে।

এলইডি ল্যাম্প : এলইডি ল্যাম্পের যন্ত্রাংশ আমদানির ওপর থেকে সম্পূরক শুল্ক কমিয়ে শূন্য করা হয়েছে। আগে এ ক্ষেত্রে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক ছিল। সম্পূরক শুল্ক কমানোয় এ পণ্যের দাম কমবে।

পোল্ট্রি গবাদিপশুর খাদ্য : পোল্ট্রি ও গবাদিপশু প্রতিষ্ঠানের খাদ্য উপকরণের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাবের কারণে এসব পণ্যের দাম কমবে।

দুগ্ধজাত পণ্য : দুগ্ধজাত পণ্য উৎপাদনের উপকরণ স্ট্যাবিলাইজার ফর মিল্ক-এর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দুগ্ধজাত পণ্যের দাম কমবে।

এলপিজি : এলপিজি সিলিন্ডারের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ করার প্রস্তাব করায় দাম কমবে।

এ ছাড়া পলি সল্ট, আঁঠা, দেশি তৈরি মোটরসাইকেলের যন্ত্রাংশ, অগ্নিনির্বাপক যন্ত্রাংশ, সাইবার সিকিউরিটির যন্ত্রাংশ, বায়োগ্যাস ডাইজেস্টারসহ আরও কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমবে।

(দ্য রিপোর্ট/এসএস/বিকে/এএসটি/এম/জুন ০২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর